Main Menu

জেলাপরিষদ নির্বাচনে এমদাদুল বারীকে জয়ী করতে জেলা আওয়ামী লীগের আহবান

+100%-

awami-201411

গত ২৫ নভেম্বর, শুক্রবার গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এম.পি’র সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি এসব নাম ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ একেএম এমদাদুল বারীর নাম ঘোষণা করা হয়।
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী সৈয়দ একেএম এমদাদুল বারীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ায় দলীয় সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের প্রতি জেলা আওয়ামী লীগ কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আমরা জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গসহযোগী সংগঠনের সকলের প্রতি দলীয় সমর্থিত প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়নের স্বার্থে জনাব সৈয়দ একেএম এমদাদুল বারীকে সমর্থন দেয়ার জন্য ইলেক্টোরাল কলেজ ভোটারদের অনুরোধ করছি।
শনিবার এক বিবৃতিতে জেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এ আহবান জানান।






0
0Shares