জেলা ওয়ার্কার্স পার্টির কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত:: ১৯ জুনের মানববন্ধন কর্মসূচী সফল করুন ও সারা দেশে গুপ্ত হত্যার তীব্র নিন্দা
গতকাল শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির এক বর্ধিত সভা পুরাতন কাচারী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য ফজিলাতুন নাহার, জেলা কমিটির সদস্য এড. মোঃ নাসির, নির্মাণ শ্রমিক ফেডারেশনের জেলা আহ্বায়ক হাজী মোঃ রহমত আলী, বিজয়নগরের সদস্য সঞ্জয় পোদ্দার মন্ত ও নারী নেত্রী রোকেয়া রহমান।
বক্তারা সকলেই আগামী ১৯ জুন কেন্দ্রীয় ১৪ দলের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন সফল করার জন্য আহ্বান জানান। সারা দেশে গুপ্তহত্যা ও পুলিশ সুপারের স্ত্রীকে নির্মমভাবে হত্যার জন্য তীব্র নিন্দা ও সরকারকে তা কঠোর হস্তে দমনের আহ্বান জানান। সভায় কৃষকের উপর সকল সার্টিফিকেট মামলা প্রত্যাহার করে বড় বড় ঋণ খেলাপীদের কাছ থেকে ঋনের টাকা আদায় করার জন্য দাবী জানান এবং ঈদের পূর্বেই গার্মেন্টসহ সকল শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবী জানান। গত ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা ও ভোট কারচুপি করে নির্বাচনকে কলুষিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তীব্র নিন্দা জানান। নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে যে সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন ও প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।প্রেস রিলিজ