Main Menu

রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর ব্যবসায় উন্নয়ন ও মতবিনিময় সভা

জীবন বীমা কর্পোরেশনের পলিসির মাধ্যমে সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব —— যুগ্ম সচিব মোঃ আব্দুল আজিজ

+100%-

একমাত্র সরকারী রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান “জীবন বীমা কর্পোরেশন” এর ব্যবসায় উন্নয়ন ও মতবিনিময় সভা গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) যুগ্ম সচিব মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, বিশিষ্ট সমাজসেবক কমরেড নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন ব্রাহ্মণবাড়িয়া সেলস্ অফিসের ডেপুটি ম্যানেজার, ইনচার্জ মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জীবন বীমা কর্পোরেশন ব্রাহ্মণবাড়িয়া সেলস্ অফিসের ডেভলাপমেন্ট ম্যানেজার (উন্নয়ন) সঞ্জীব কুমার ভট্টাচার্য্য।

প্রধান অতিথির বক্তব্যে জীবন বীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) যুগ্ম সচিব মোঃ আব্দুল আজিজ বলেন, বর্তমান যুগে বীমা একটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হয়ে দাড়িয়েছে। জনগন যেন জীবন বীমা কর্পোরেশনের পলিসি গ্রহণ করে তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং বীমা গ্রাহকরা যেন নিজ জেলা থেকে সকল সেবা নিতে পারে সেই দিকে জীবন বীমা কর্পোরেশন কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ফেরাতে হবে এবং গ্রাহককে বীমামুখী করতে হবে। জনগণ বীমামুখী হলে আমাদের পাশ্ববর্তী দেশগুলোর ন্যায় আমাদের বীমা পেনিটেশন অনেক বাড়বে। মানুষকে বীমামুখী করতে কর্পোরেশনের আকর্ষনীয় আজীবন পেনশন বীমা, ক্ষুদ্র্র বীমাসহ বিভিন্ন বীমা পলিসির সুযোগ সুবিধা ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল স্থরের জনগনের নিকট তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, বীমা গ্রাহকরা যেন তাদের প্রিমিয়াম অনলাইনে জমা করে রশিদ গ্রহণ করেন এবং গ্রাহক সেবার নামে কাউকে টাকা প্রদান না করেন সে জন্য বীমা গ্রহীতাদের সচেতন করতে হবে। অনুষ্ঠানে ২জন বীমা গ্রাহক ৫ লাখ টাকার দুইটি পলিসি প্রধান অতিথির মাধ্যমে স্বাক্ষর করেন।