জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল প্রতিস্থাপন করা অত্যন্ত জরুরী ছিল —————-পৌর মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল প্রতিস্থাপন করা অত্যন্ত জরুরি ছিল। কারণ এই ব্রাহ্মণবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধে অনেক স্মৃতিময় স্মরণীয় দিন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। তাই আমরা এই শহরের প্রাণকেন্দ্রে জাতির জনকের মুরাল প্রতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল প্রতিস্থাপন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ।