Main Menu

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজের নিকট মোবাইল ডাস্টবিন হস্তান্তর করলেন পৌর মেয়র নায়ার কবির

+100%-


গত সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের মোবাইল ডাস্টবিন বিতরণের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে পরিস্কার পরিচ্ছন্ন পৌর নগর গড়ে তোলার লক্ষ্যে মোবাইল ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজ এর নিকট কয়েকটি মোবাইল ডাস্টবিন হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

মোবাইল ডাস্টবিন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার আলম. সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ হোসাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকী-আল- ফারাবী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারান্নুম রাহাত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব মোঃ সামছুদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী ইদ্রিস মিয়া অপু প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)






0
0Shares