Main Menu

চিনাইর শিশু মেধা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ১৮তম শিশু মেধা বৃত্তি ও শিশু মেলা অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর শিশু মেধা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ১৮তম শিশু মেধা বৃত্তি ও শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বুদ্ধিজীবি ও শিক্ষাবিদ অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাধিনতা পদক প্রাপ্ত বুদ্ধিজীবি ও ইতিহাসবিদ সিরাজ উদদীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর, বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাধির চৌধুরী। চিনাইর শিশু মেধা বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখওয়াত হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও বৃত্তি বিতরণ করেন।

উল্লেখ্য, এবছর বৃত্তি পরীক্ষায় মোট ১৭৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৭ জন ট্যালেন্টপুলে এবং ৬৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।






Shares