Main Menu

চিনাইর ও ব্রাহ্মণবাড়িয়ায় একযোগে অনুষ্ঠিত হবে “বঙ্গ সংস্কৃতি উৎসব”

+100%-

আমরা সকলে মিলে একটি পদ্মের পাঁপড়ি হয়ে বিকশিত হবো-এ-ই হোক আমাদের প্রত্যয়, প্রার্থনা ও প্রতিজ্ঞা এই লক্ষ্যেকে সামনে রেখে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে “বঙ্গ সংস্কৃতি উৎসব”। আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারী অনুষ্ঠিত হবে দেশ বিদেশের বাঙ্গালী মনিষার এই মহাসম্মিলন। আগামী ৯ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে তিনদিন “ব্যাপী বঙ্গ সংস্কৃতি উৎসব” প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন “বঙ্গ সংস্কৃতি উৎসব” উদযাপন পষর্দের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। অনুষ্ঠানে দেশের বরেণ্য নাট্য-ব্যক্তিত্ব আলী যাকের, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, চলচিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলামকে নিজ নিজ কাজে গুরুত্তপূর্ন অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হবে। সাহিত্য একাডেমী-ব্রাহ্মণবাড়িয়া, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে ও চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে একযোগে তিনদিন ব্যাপী এই উৎসব চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সরকারি সঙ্গীত কলেজ, আগারগাঁ, ঢাকা এর শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক এই মহোৎসবে সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বঙ্গ সংস্কৃতি উৎসব বাস্তাবায়ন পরিষদ চিনাইর কেন্দ্রের আহবায়ক অধ্যক্ষ মকবুল আহাম্মদ, সদস্য সচিব উপাধ্যক্ষ এ কে এম শিবলী, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রের আহবায়ক অ্যাড মোহাম্মদ আবু তাহের, সদস্য সচিব অধ্যাপক মানবদ্ধর্ন পাল।






Shares