Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অভিযান

চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার আসামী, ৮০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী,০৪ ডাকাত গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃ আনিছ আল মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ অত্র থানার মামলা নং-৪২, তাং-১৯/১০/১৬ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১) মোঃ বাচ্চু মিয়া (৪২), পিতা-মৃত ফজলু মিয়া চৌকিদার, ২) মোছাঃ আকলিমা (৩০), স্বামী-বাচ্চু মিয়া, উভয় সাং-বুল্লা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ-দ্বয়কে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেনী জেলার ফেনী সদর থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম হতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই/মোঃ নুরুল আমিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১) শাহিন আলম প্রঃ আপন (২১), পিতা-মৃত শাহজাহান, সাং-কোড্ডা (আইনুদ্দিন বাড়ি), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২) মোঃ ইয়াছিন (২৬), পিতা-আঃ আজিজ, সাং-সিঙ্গারবিল পূর্বপাড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া- দ্বয়কে একটি পুরাতন সিলভার রংয়ের মাইক্রোবাসের পিছনের বাম্পারের মধ্যে বিশেষ কায়দায় রাখা নীল প্যাকেটের মধ্যে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবাসহ অত্র থানাধীন দক্ষিণ জাঙ্গাল সাকিনের দানা মোল্লা বহুমুখী মৎস হেচারীর গেইটের সামনে পূর্ব পাশের্^ কুমিল্লা টু সিলেটগামী পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই/নাজমুল আলম, এসআই/সাজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত ১) এনামুল হক জুয়েল (২৪), পিতা-জহির মিয়া, সাং-শিমরাইলকান্দি, ২) আজিজুর রহমান রুবেল (২৮), পিতা-মাহাবুব মিয়া, সাং-কান্দিপাড়া, ৩) জহিরুল ইসলাম (৩০), পিতা-আব্দুর রহমান, সাং-শিমরাইলকান্দি, ৪) আতিকুর রহমান আবেদ (২৮), পিতা-মুরাদ মিয়া, সাং-শিমরাইলকান্দি, সর্ব থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ০১টি দেশীয় তৈরী লোহার পাইপগান, কাঠের হাতলযুক্ত ০৩টি রাম দা ও ০১টি লোহার রডসহ অত্র থানাধীন পৌরসভার অন্তর্গত শিমরাইলকান্দি রেল লাইন সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পাশের্^ থেকে গ্রেফতার করেন। উক্ত অস্ত্র-শস্ত্র উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র/ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করে সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তদুপরী অত্র থানার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস রিলিজ






Shares