গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব—পৌর মেয়র নায়ার কবীর
বুধবার সকালে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিস্কার- পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, শাহ মোঃ শরীফ ভান্ডারী, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানো একটি সামাজিক দায়িত্ব। সমাজের প্রতিটি বিত্তশালীদের উচিত শীতার্থ মানুষের পাশে দাড়ানো। তিনি সমাজের বিত্তবান সব নাগরিককে সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসার আহবান জানান।