কাজী পাড়া দরগা মহল্লার কবরস্থান থেকে ২ মাস পর লাশ কবর থেকে উত্তোলন
শনিবার সকালে দাফনের ২ মাস পর আকরাম হোসেন পিটার এর লাশ কবর থেকে আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি বি, এম রুহুল আমীন রিমন এর উপস্থিতিতে কাজী পাড়া দরগা মহল্লার কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। গত ১৫ এপ্রিল রাতে শহরের কাজীপাড়ার হুমায়ূন কবির এর পুত্র আকরাম হোসেন পিটার তার পুনিয়াউটের ভাড়া বাড়িতে অস্বাভাবিক মৃত্যুবরণ করে। প্রথম দিকে একে হত্যাকন্ড বলে পরিবারের সদস্যরা দাবী করে। কিন্তু পুলিশ একে আত্মহত্যা বলে দাবী করে। এ ঘটনায় গত ২ মে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটারের মাতা খোদেজা বেগম তার পুত্রকে হত্যা অভিযোগে স্ত্রী সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করে। আদালত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ, আই, আর দায়ের করে অভিযোগটি নথিভূক্ত করা নির্দেশ দেন। এরপর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে এবং ২য় দফা ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করে।