Main Menu

কাউতলীতে ব্রীজের নীচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে এন্ডারসন খালে ব্রীজের নীচএলাকা থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কুমিল্লা- সিলেট মহাসড়কের সড়ক ব্রীজের নীচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায় নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিকেলে কাউতলী এলাকার সড়ক ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পায়ে আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। নিহত নারীর পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।