Main Menu

উন্নয়ন যদি জনগন মনে রাখে তাহলে এর প্রতিদান নির্বাচনে দিবে_মোকতাদির চৌধুরী এমপি

+100%-

জেলা পরিষদের ৬নং ওয়ার্ড ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার অংশের আওতাধীন দরিদ্র ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের ওস্তাদ অালাউদ্দিন খাঁ সঙ্গীতালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন,বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষন ও ভাতা দিয়ে নারীর ক্ষমতায়ন করছে। মানুষকে প্রকৃতভাবে সাহায্য করার জন্যই সরকার অসহায় মানুষের পাশে সবসময় আছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।সকল ক্ষেত্রেই জনগনের উন্নয়ন হয়েছে।তিনি বলেন দেশ এখন উন্নয়নের রোল মডেল।মানু্ষ যদি তা মনে রাখে তাহলে এর প্রতিদান নির্বাচনে দিবে।

জেলা পরিষদের সদস্য ছাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক অাল মামুন সরকার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা পরিষদের সদস্য অ্যাড.জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে ৪২জন অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।






Shares