Main Menu

আনোয়ার মেম্বারের প্রকৃত খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে:: বীর মুুক্তিযোদ্ধা আল মামুন সরকার

+100%-

d948ce8298b27c1ceb90861e0660bf56

সেন্দা গ্রামে শান্তি সমাবেশ

বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, নিহত আনোয়ার মেম্বারের প্রকৃত খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় তিনি এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে কেউ যদি অন্যায়ভাবে প্রতিপক্ষের কারো বাড়িতে হামলা বা লুটপাট এবং চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

রামরাইল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান শাহাদাত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান, জলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডঃ মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি রফিকুল ইসলাম দুলাল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা প্রমুখ। সভা পরিচালনা করেন বশির আহমেদ।

পূর্বের খবর

http://brahmanbaria24.com/2011-12-05-15-11-25/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%87/