Main Menu

আজ সাবেক সংসদ সদস্য দিলারা হারুনের চতুর্থ মৃত্যু বার্ষিকী

+100%-

দিলারা হারুন

ডেস্ক ২৪::আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নারী মুক্তিযোদ্ধা দিলারা হারুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার শেরপুরে মরহুমার কবরে ফাতেহা পাঠ, কোরখানখানি ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হবে। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য ২০১২ সালের ১৪ এপ্রিল বিকেলে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি ইন্তেকাল করেন।