Main Menu

অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র’র ভাসানী মৃত্যুবার্ষিকী স্মরণ

+100%-

hamid khan vasani
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুশীলনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিলাল বনিক।

আলোচনা সভায় বক্তারা বলেন,যতদিন সাম্রাজ্যবাদি-সম্প্রসারণবাদি শোষণ-নিপীড়ন অব্যাহত থাকবে,যতদিন এদেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের মুক্তি না ঘটবে,ততদিন মওলানা ভাসানীও প্রাসংগিক।বক্তারা মওলানা ভাসানীকে অসাম্প্রদায়িক,দেশপ্রেমিক,সাম্রাজ্যবাদবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করে বক্তারা সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদার করার জন্য সাম্রাজ্যবাদবিরোধী শক্তির ঐক্যের উপর গুরুত্বারূপ করেন।আলোচনা সভায় বক্তারা মুক্তমনা লেখক-প্রকাশক হত্যা,বুদ্ধিজীবীদের হত্যার হুমকির নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।এছাড়াও ফ্রান্সে আইএস কতৃক নিরীহ নাগরিক হত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী নিহত নাগরিকদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন।

অনুশীলন সম্পাদক সাংবাদিক আব্দুর নূরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি আকতার হোসেন সাঈদ,জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ,বাহাত্তর সংবিধান পূণ:প্রবর্তন কমিটির জেলা আহবায়ক সৈয়দ মুহম্মদ জামাল,জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম,জেলা এনডিএফ নেত্রী রত্না আক্তার,জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন,জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক আবু সাঈদ খান,জেলা শ্রমিক ফেশারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র’র সদস্য মো:নাসির।






Shares