Main Menu

শোক দিবসে গাছের চারা বিতরণ

+100%-

ডেস্ক ২৪::  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রসায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গাছের চারা বিলিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির ৫৩০ জন শিক্ষার্থী ও এলাকার পাঁচ শতাধিক বাসিন্দার মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ ও শোক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী দারুল ইসলাম।
মাদ্রাসার শিক্ষক ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আবুল কাশেম খান, সহকারি সুপারিনটেন্ডেন্ট কাজী মো. গোলাম হাক্কানি, সহকারি শিক্ষক কামাল উদ্দিন, আজাদ সিদ্দিকী, আবুল খায়ের, আশরাফ উদ্দিন, লুৎফুন্নাহার ফারজানা, মাহফুজা আক্তার, আফরিনা আক্তার ও শায়েস্তা খানম প্রমুখ।






Shares