১৫ আগস্টের নৃংশস হত্যাকান্ডটি ছিল জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায়—– আল মামুন সরকার
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ১৫ দিন ব্যাপী কর্মসূচির ৯ম দিনে গতকাল রোববার বিকেল ৫টায় স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামী লীগ নেত্রী রেহেনা বেগম রাণী, জেলা কৃষকলীগের সহ সভাপতি নাছিমা বেগম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলম তারা দুলি প্রমুখ। জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইসরাত জাহান জেসিকা’র উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, জেলা যুবলীগের সাংঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, জেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি মুক্তি খান, তাকমিনা আক্তার পান্না, সহ সম্পাদক জুমা খান, সদর উপজেলা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি করুণা খন্দকার, জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক লিমা হক প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, শুধু রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য ১৫ আগস্টের নৃংশস হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। এই হত্যাকান্ডটি ছিল জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায়।