ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু বিবাহ্ নিবন্ধক কল্যাণ সমিতি গঠন সভাপতি উজ্জ্বল চক্রবর্তী ॥ সাধারণ সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া জেলা হিন্দু বিবাহ কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। গত শুক্রবার সকালে শহরের কুমাড়শীলমোড়স্থ আমিন কমপ্লেক্সে সমিতির অস্থায়ী কার্যালয়ে মাসিক সভা শেষে এই কমিটি গঠন করা হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু বিবাহ নিবন্ধকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর (পৌর এলাকা) হিন্দু বিবাহ নিবন্ধক উজ্জ্বল চক্রবর্তীকে সভাপতি এবং সরাইল উপজেলার হিন্দু বিবাহ নিবন্ধক অসীম দেবকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুমা চক্রবর্তী, নাসিরনগর উপজেলার বানু দেব, সাংগঠনিক সম্পাদক কসবা উপজেলার উত্তম চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয়নগর উপজেলার মৃণাল চৌধুরী লিটন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলার মিন্টু রঞ্জন সাহা, অর্থ বিষয়ক সম্পাদক বিজয়নগর উপজেলার বিষু দেব, সদস্য আখাউড়া উপজেলার বিমল চক্রবর্তী, নাসিরনগর উপজেলার শেখর কর্মকার এবং নবীনগর উপজেলার অসিত কিশোর রায় প্রমুখ।প্রেস রিলিজ