১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিপুল পরিমান মাদক সহ মাদক ব্যবসায়ী আটক
২৯ জুলাই ২০১৫ তারিখ ১৫৪৫ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ মুকুন্দপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কামালমোড়া নামক স্থান হতে বডি ফিটিং অবস্থায় ০৪ বোতল ভারতীয় ইস্কফসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (২৫), পিতাঃ মৃত মোঃ আনোয়ার হোসেন, গ্রামঃ সোজামোড়া, পোষ্টঃ মুকুন্দপুর, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজয়নগর থানায় সৌপর্দ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহলদল অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রকার ৩২১ বোতল হুইস্কি এবং ১০ বোতল ফেন্সিডিল আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক আসামী সহ ভারতীয় হুইস্কি, ফেন্সিডিল এবং ইস্কফ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।প্রেস রিলিজ