Main Menu

জেলা উন্নয়ন পরিষদের আয়োজনে জামাল ও মিনালের এর রূহের মাগফেরাতে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত

+100%-

প্রেস বিজ্ঞপ্তি::জেল্ উন্নয়ন পরিষদের মূল কার্যনির্বাহী কমিটির তথ্য প্রযুক্তি ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ জামাল ও আবু তাহের মোঃ জাকারিয়া মিনাল এর রূহের মাগফেরাত কামনায় সংগঠনের আয়োজনে দোয়া ও শোক সভা বুধবার সকাল ১০ ঘটিকায় শহরের লোকনাথ কমপ্লেক্সের পৌর কমিউনিটি সেন্টারে সম্মূখে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি মোখলেসুর রহমান জীবনের সভাপতিত্ত্বে ও সহসভাপতি প্রভাষক শেখ মোঃ জাহাঙ্গীরের সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধে আলোকপাত করেন, পরিষদের সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, সহসভাপতি পৌর কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, সাবেক পৌর কমিশনার মোস্তাক আহমেদ খোকন, নিউমার্কেট পরিচালনা পর্ষদের সেক্রেটারী আবুল কালাম, পরিষদের সহসভাপতি জয়নাল মালদার, যুগ্ম সাধারণসম্পাদক আলী আগজার বশির, পরিষদ নেতা সামছুল আলম বাবু, মোঃ আবু মোছা, আনিসুল হক, মোঃ বাহার, মোজাম্মেল খোকন, আনিসুর রহমান খান, শাহালম ভূঁইয়া, কামরুল হাসান নান্টু, আবু বকর খোকন, জাহাঙ্গীর আলম, শিবেন্দ্র চন্দ্র দাস, এস.এম. খাদেম হোসেন খোকন, স্বজল খন্দকার, ইঞ্জি: সোহাগ, মোঃ সাজ্জাদুল হক, আনিস কবির প্রমূখ। দোয়া পরিচালনা করেন সৈয়দ আনোয়ার আহমেদ লিটন।






Shares