৩০০ বোতল ফেন্সিডিল ও নৌকাসহ দু’জন মাদক পাচারকারী আটক
গত ২৭ জুলাই ২০১৫খ্রিঃ ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন উলচাপাড়া আব্দুল কুদ্দুস মাখন সেতু এলাকার তিতাস নদী হতে অভিযান চালিয়ে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের সাইজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া(৪০) ও একই উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আবু ছালেক(৩৫) কে দু’টি ৩০০ বোতল ফেন্সিডিল ও ইঞ্চিনচালিত নৌকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।প্রেস রিলিজ
« আখাউড়ায় বাল্য বিয়ে:: আয়োজনের অপরাধে বাবা-ভাইয়ের সাজা (পূর্বের সংবাদ)