৭২ বোতল এসকফসহ ০২ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
প্রেস বিজ্ঞপ্তি::ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় অত্র মডেল থানার এসআই/প্রেমধন মজমুদার সঙ্গীয় নারী কনস্টেবল/অমিতা রানী মজুমদার, কনস্টেবল/ফয়সাল আহমেদ-সহ কাউতলী হতে উজানিশার ব্রীজ পর্যন্ত আইন শৃঙ্খলা ডিউটি করাকালীন সময়ে অদ্য ১৭/০৭/১৫ইং তারিখ ১৩.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। জোহরা (৪০), স্বামী-মামুন, সাং-নলগড়িয়া, ২। মর্জিনা (৪২), পিতা-হযরত আলী, স্বামী-মৃত ফরিদ, সাং-কাশিনগর, উভয় থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে বডিতে ফিটিং অবস্থায় ৭২(বাহাত্তুর) বোতল এসকফ (ঊংশঁভ) সহ অত্র থানাধীন কাউতলী মোড়স্থ পূর্বাশা হোটেলের সামনে থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।