Main Menu

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলাবাসীকে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা ও অভিনন্দন

+100%-

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মহামান্নিত মাস পবিত্র রমজানুল মোবারকের এক মাস সিয়াম সাধনার পর মহা মুক্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়–ক ছোট-বড়, ধনী-গরিব, নারী-পুরুষ, জাতী, ধর্ম নির্বিশেষে সকলের ঘরে ঘরে। বঞ্চিত-অবহেলিত-দুঃস্থ মানুষের মুখে ফুঁেট উঠুক পরিতৃপ্তির হাসি। সাম্প্রদায়িক সম্প্রীতির সার্বজনীন আনন্দ উৎসবে ভরে উঠুক সবার হৃদয়। বিবৃতিতে মেয়র মোঃ হেলাল উদ্দিন গরিব, দুঃখী, মেহনতি মানুষের মাঝে ঈদের খুশি ভাগাভাগি করতে সমাজের বৃত্তিবানদের প্রতি আহবান জানান। তিনি জেলাবাসী সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি, শারিরিক সুস্থতা ও দীর্ঘায়্যু কামনা করেন। প্রেস রিলিজ






Shares