ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্রদের মধ্যে র্যাপ এর বস্ত্র বিতরণ
রুরাল এসিসটেন্স ফর পুওর ইমপ্লয়মেন্ট (র্যাপ) সংস্থার উদ্যোগে গতকাল ২৭ রমজান ১৫ জুলাই বুধবার সকাল হতে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন ১৩নং মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামে অবস্থিত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয়ে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে সমাজের দুঃস্থ দরিদ্র নারী পুরুষদের মধ্যে উন্নত মানের দেশীয় বস্ত্র বিতরণ করা হয়। র্যাপ সংস্থার উপদেষ্টা খুরশিদুর রহমান ভূঁইয়া, নির্বাহী পরিচালক মোঃ আশিকুর রহমান ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য অবসর প্রাপ্ত পুলিশ হাবিলদার বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আকবর হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা এবং কর্মীবৃন্দ এলাকার ৮৩০ জন নারী পুরুষের মধ্যে উন্নতমানের দেশীয় শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন। এই সহায়তা দুঃস্থ দরিদ্রদের ঈদ-আনন্দের সাথে র্যাপ সংস্থার সহমর্মিতার নিদর্শন বলে সহায়তা প্রাপ্ত এলাকাবাসীদের অভিমত।প্রেস রিলিজ