রমজানের শিক্ষা নিয়ে শৃঙ্খলার সাথে জীবন যাপন করতে হবে-জেলা প্রশাসক
জেলা ট্রাক মালিক গ্র“পের ইফতার পূর্ব আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, রমজানের শিক্ষা নিয়ে আমাদেরকে শৃঙ্খলার সাথে জীবন যাপন করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার পূর্ব মেড্ডাস্থ উল্লাস কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“পের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি জেলাবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান। জেলা ট্রাক মালিক গ্র“পের সভাপতি হাজী শেখ মোঃ মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম সোপান, সার্জেন্ট মোঃ মামুন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা হাজী জসিম উদ্দিন জমসেদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ ভূইয়া, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বেপারী, ট্রাক মালিক গ্র“পের মোঃ আবদুল আওয়াল, শাহজাহান মিয়া হিরণ, আফজাল ভূইয়া, হাছান কালু, মাহফুজ খান, হাজী এমরান হোসেন, রফিকুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওঃ ইসমাইল হোসেন সিরাজী।