Main Menu

অবিলম্বে সকল ঘাতকদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে হবে-ঝিলমিলের মানববন্ধনে বক্তাগন

+100%-

শিশু রাজন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চত্তরে ঝিলমিলের মানববন্ধন


সিলেটে ১৩ বছরের শিশু রাজনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সকল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিলমিল শিশু কিশোর একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া।

আজ মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্তরে এ মনাববন্ধন কর্মসূচি পালিত হয়। ঝিলমিল উপদেষ্টা, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহিন,স্বেচ্ছা সেবকলীগের সভাপতি এড. লোকমান হোসেন, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি দিপক চৌধুরী বাপ্পি, সময় টেলিভিশনের বুরো প্রধান উজ্জ¦ল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া ২৪ডটকম এর সম্পাদক আলী আসিফ গালিব, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সম্পাদক বাছির দুলাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি   সাহাদাত হোসেন, জেলা যুব মহিলা লীগের সহ সভাপতি মুক্তি খান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, বিট এর চেয়ারম্যান লিটন হোসেন জিহাদ, অবিরাম সভাপতি নাইম ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিলমিলের পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ।

সমাবেশে বক্তাগন বলেন ১৩ বছরের একটি শিশুকে মিথ্যা অপবাদে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে নির্মমভাবে হত্যাকরা মধ্যযুগের বর্বরতাকেও হার মানায়। মৃত্যুকালে শিশু রাজনের বাচাঁর আকুল আকুতি সারা পৃথিবীর মানুষের মনে আলোরন সৃষ্টি করলেও পাষন্ড ঘাতকদের হৃদয় গলেনি। ঘাতকদের ৬৪টি আঘাতে প্রাণ ত্যাগ করে শিশু রাজন। বক্তাগন সকল নরঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করতে সরকারের প্রতি জোর দাবি জানান। এসময় বক্তাগন আর কোন শিশু যাতে এরকম নিষ্ঠুর হত্যার স্বীকার না হয় তাই দেশের সকল নাগরিকদের সচেতন ও স্বোচ্চার হওয়ার আহবান জানান। উক্ত মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আজিজুর রহমান পায়েল, এনামুল হক, মাশুক হৃদয়, সুমন রায়, পরশ, ছাত্রলীগ নেতা সুজন দত্ত, ঝিলমিল সদস্য ফয়সাল উদ্দিন ভূইয়া, ইফতেয়ার উদ্দিন রিফাত, জুয়েলুর রহমান, মাজহারুল করিম অভি, রিয়াসাদ আজিম, নাইম, রেফাতুল ইসলাম উদয়, ইফতেখারুল ইসলাম, নাইম, পায়েল, দিপ্তি প্রমুখ।






Shares