বিএনসিসি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল ১৩ জুলাই ২০১৫ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর আয়োজনে শিক্ষক মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবদুর রাজ্জাক মীর, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. হামজা মাহমুদ, সহযোগী অধ্যাপক বন্দে আলী, খালেকুজ্জামান, খলিলুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান অধ্যাপক বিভূতিভুষণ বন্দোপাধ্যায়, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শাহ্ আলম এবং বিএনসিসির পুরাতন ও নতুন ক্যাডেটবৃন্দদের উপুস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনসিসির পিইউও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ।প্রেস রিলিজ