জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্দ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল ১২/০৭/২০১৫ইং তারিখ রোজ রবিবার টি.এ, রোডস্থ স্বপ্নীল কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন জহিরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব হারুন অর রশিদ, আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক সহ-সভাপতি মো: জিল্লুর রহমান, সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হাজী মো: জাহাঙ্গীর, সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক সহ-সভাপতি মোবারক মুন্সি, মো: রফিকুল হক, যুগ্ম সম্পাদক এড: আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, ২০ দলীয় জোটের অন্যতম অংশীদার জেলা জামায়াতের আমীর গোলাম সারোয়ার, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আলী আজম, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার নানা ধরণের ষড়যন্ত্র করে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করছে। সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র, জুলুম নির্যাতন ও রক্তচক্ষু উপেক্ষা করে আগামী দিনে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্তে এই অবৈধ ফ্যাসিস্ট ভোটারবিহীন সরকারের পতন ঘটানো হবে।
আলোচনা সভা শেষে ইফতারের পূর্ব মুহুর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামানার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্থ্যতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্দি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইসলামী ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: ইদ্রিস।প্রেস রিলিজ