Main Menu

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোন অবস্থাতেই কোম্পানী করতে দেওয়া হবে না- জহিরুল ইসলাম চৌধুরী

+100%-

গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগ বিওবো’র কার্যালয় প্রাঙ্গণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ বি-১৯০২ (সিবিএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম. এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দন কুমার চংদার, মোঃ আলমগীর হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলার আহবায়ক এম. এ কাইয়ুম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ আলা উদ্দিন সরকার, আইন বিষয়ক সম্পাদক আব্দুল গণি রাজা প্রমুখ। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম, জে এ এ শামছুদ্দিন আহমেদ দুলাল প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোন অবস্থাতেই কোম্পানী করতে দেওয়া হবে না। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে দেশের শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চাই। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares