বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এগিয়ে চলছে এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন-মোকতাদির চৌধুরী এমপি
জেলা প্রশাসনের ইফতার ও দোয়া মাহফিল
গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের বাংলোয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউছার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুজ্জামান। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ নুরুল্লাহ্। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ কে এম এমদাদুল বারী, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনির কামাল, র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ সোহেল হাসান, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, চেম্বার সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিকসহ সুধী সমাজের নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এগিয়ে চলছে এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আজকের এইদিনে আসুন আমরা যার নেতৃত্বে বাংলাদেশ নিু মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে সেই মহিয়সী নারী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ইফতার মাহফিলে সকলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানান।