সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের ইফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে আগামী ১৩ জুলাই সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুরাতন জজ কোর্ট বিল্ডিংয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখবেন জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত হোসেন, জেলা বিএমএ’র সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ মোঃ ফাউজুর রহমান ফায়েজ, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা যুবলীগ সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, কমফোর্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখলাক উন নবী প্রবাল। আমন্ত্রিত অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া বেসরকারী হাসপাতাল ডায়াগষ্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক নাজু, সরাইল উপজেলা যুবলীগ সভাপতি ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের আইন উপদেষ্টা এডঃ আশরাফ উদ্দিন মন্তু, উপদেষ্টা ও নাজ মেডিকেল সেন্টারের সত্ত্বাধিকারী মোঃ সেলিম মিয়া, দি আল বারাকা হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক রেজুয়ানুল হক মনি, সংগঠণের উপদেষ্টা কাজী হাফিজুল ইসলাম নাছু এবং উপদেষ্টা ও সেন্ট্রাল ল্যাব ডায়াগণষ্টিক সেন্টার পরিচালক মোঃ সোহরাব হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদ স্থায়ী ও কেন্দ্রীয় কমিটি সভাপতি মোঃ জিয়াউর রহমান মনির এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাকিম উক্ত ইফতার মাহফিলে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করেছেন।প্রেস রিলিজ