রক্তদান একটি মহৎ কাজ, প্রকৃত মানব সেবকরাই এই কাজ করতে পারে-পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন
গতকাল শনিবার ১০ ঘটিকার সময় পৌর মাহবুবল হুদা সভাকক্ষে বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যাগে রক্তদান কর্মসূচী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেলাল উদ্দিন কৃতি শিক্ষার্থীদের গৌরবময় ফলাফলের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, রক্তদান একটি মহৎ কাজ, প্রকৃত মানব সেবকরা-ই এই কাজ করতে পারে। নেশার করার জন্য কেউ যেন রক্ত বিক্রি না করে, মানুষেকে বাচাঁনোর জন্য যেন রক্ত দান করে, এবং পাশাপাশি আজকের এই আয়োজনকে স্বাগতম জানাই, এবং এই মহৎ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রন জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সংগঠনের সভাপতি সাংবাদিক শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন ব্রাহ্মণবাডিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মবাড়িয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মবাড়িয়া প্রেসক্লাব এর পাঠাগার সম্পাদক ও ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মন্ডলির সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মোঃ নজরুল ইসলাম শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন রিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে ডাঃ মোঃ আবু সাঈদ তার প্রতিষ্ঠান ব্রাহ্মণবাডিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর ব্লাড ব্যাংক ব্যবহার করার জন্য বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটিকে অনুমোদন দান করেন, পাশাপাশি বিশেষ অতিথি সাংবাদিক রিয়াজ উদ্দিন জামি নিজের এক ব্যাক রক্ত দান করার প্রতিশ্রুতি দেন, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ তার সংগঠন হতে ১০০ ব্যাগ রক্ত উক্ত সোসাইটিকে প্রদান করার প্রতিশ্র“তি দেন। আলোচনার করার পর জেলার বিভিন্ন বিদ্যালয় হতে আগত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সহযোগী সংগঠক চাইল্ড এসোসিয়েশনের সদস্য সচিব আশরাফ উদ্দিন ইমন, সদস্য মাজহারুল অভি, তাছলিমা আক্তর রুমা, তানভীর আহমেদ সহ সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গণের নেত্রীবৃন্দ ও ছাত্রছাত্রীদের অভিভাবক ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি