সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল শনিবার বিকাল ৪টায় স্থানীয় দি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামলী লীগের সভাপতি জননেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আলী আজম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানার পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সহসভাপতি এডঃ শাহনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্ সহ সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যও ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে সকল স্তরের নেতাকর্মীদের সকল প্রকার ভেদাভেদ ভুলে সকলে একযোগে কাজ করতে হবে। সদর উপজেলা যুবলীগ সব সময় ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে। এ সময় তিনি এত সুন্দর ইফতার পার্টি আয়োজন করায় সদর উপজেলা যুবলীগকে আন্তরিক অভিনন্দন জানান।প্রেস রিলিজ