ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদ আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদ স্থায়ী কমিটির জরুরী সভা গতকাল ৪ জুলাই শনিবার বিকেলে পরিষদ পশ্চিম পাইকপাড়াস্থ কার্যালয়ে কমিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান মনির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাকিম এর প্রস্তাব অনুযায়ী সকল সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নির্ধারিত সময়ে কার্যক্রমের ব্যর্থতা যাচাই বাছাই করে উক্ত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আহবায়ক কমিটির ব্যর্থতা উল্লেখসহ উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণার বিভিন্ন দিক উত্থাপন করে উপস্থিত সদস্যগণের মধ্যে বক্তব্য রাখেন আবদুল কাদির সুমন, মোঃ বশির আহাম্মেদ, মোঃ হেলাল উদ্দিন হেলাল, শেখ শাওন, মোঃ রবিউল ইসলাম চৌধুরী মানিক, মোঃ মিজানুর রহমান মিজান, আমিনুল ইসলাম, তারেকুজ্জামান জুম্মন, প্রিয়তোষ পাল সাগর, রুহুল আজাদ, ইমদাদুল হক সুমন, আবেদুর রহমান বেলাল, সালাহ উদ্দিন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, কাজী মোঃ আবু বক্কর খোকন, শাহ আলম মোল্লা, শেখ রাসেল, সমির আচার্য, মোঃ আবদুল গাফফার, হাফেজ মোঃ মাঈনুদ্দিন, মোঃ শাহজাহান, মোঃ ইয়াছিন, মোঃ আনিছুর রহমান, রুবেল, বিল্লাল, মোঃ আব্বা বিল্লাল প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া প্রাইভেট ক্লিনিক কর্মচারী কল্যাণ পরিষদের সকল কার্যক্রম এবং কর্মসূচী স্থায়ী কমিটি অর্থাৎ মূল কমিটির নিকট ন্যস্ত থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)