নাট্য আন্দোলন সমাজ পরিবর্তনের হাতিয়ার
গতকাল ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণ কেন্দ্র বাগানবাড়ির আইডিয়াল লার্নিং কোচিং সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, ডিজি পরিবার পরিকল্পনা অরবিন্দু দত্ত, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের যুগ্ম মহাসচিব চন্দন রেজা, মতিলাল বণিক, এডভোকেট নাসির মিয়া, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সাজিদুর রহমান, আসমা খানম, রিফাত পারভীন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় ভট্টাচার্য্য। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কোন বিনোদন কেন্দ্র নেই। কাল পরিক্রমায় জেলা শহরের তিনটি সিনেমা হল আজ বিলীন হয়ে গেছে। মানুষ কাজের পর একটু বিনোদন চায়। সেই বিনোদন এখন হয়ে গেছে মোবাইল, আইপ্যাড, ল্যাপটপ ইত্যাদির উপর নির্ভরশীল। এর ফলে দেখা যায় মানুষের মাঝে সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের মাধ্যমে এক নবদিগন্তের পদচারণা শুরু হল। যা ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে শুধু বিনোদনই নয় পাশাপাশি সামাজিক সম্পর্ক উন্নয়নের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। একমাত্র নাটকের মাধ্যমেই সম্ভব মানুষকে মানুষের কাছে পৌঁছানো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ও আবৃত্তিশিল্পী নির্জয় হাসান সোহেল, আবদুল বাছির, বিশাল আহমেদ দুলাল, রুবেল মিয়া, বোরহান উদ্দিন, তানবীর সিদ্দিকী, ইসমাইল সিরাজী, তাসলিমা আক্তার রোমা, আফ্রিদি করিম হিমেল, নুসরাত জাহান বুশরা, শাহাদাৎ হোসেন, আকরাম ভুঁইয়া, আনোয়ার হোসেন, মোশাহিদ, মাইশা রহমান রোদিতা, আফনান আলম সাকিব, শিবলী, কানন, দূর্জয়, কপত, ফারজানা, সুমি, বাপ্পী প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের কর্ণধার ও প্রধান সমন্বয়ক মিজানুর রহমান শিশির।প্রেস রিলিজ