দুঃস্থ ও এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করলেন নায়ার কবির
গত বুধবার শহরের পাইকপাড়ায় নিজ বাসভবনে দুঃস্থ ও এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করেছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, শিক্ষক মনিরুল ইসলাম নিপু প্রমুখ। ইফতার পূর্ব আলোচনা সভায় নায়ার কবির বলেন, অসহায় দরিদ্রদের পাশে আমাদের সমাজের সকল বিত্তবানদের দাড়ানো উচিত। পবিত্র রমজানের মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে মানব কল্যাণে আমাদের কাজ করতে হবে। তাই আমাদের যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত মানুষের প্রতি সেবার হাত বাড়িয়ে দেওয়া উচিত।প্রেস রিলিজ
« কসবা তাঁরাপুর-কমলাসাগর সীমান্ত চুতর্থবারের হাট জমে উঠেছে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১জন আটক »