প্রধান মন্ত্রীর নিকট হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দের স্মারক লিপি প্রদান
অর্পিত সম্পত্তি প্রত্যর্পনের ক তফছিলভূক্ত সম্পত্তির নিমিত্তে আবেদনের সময় সীমা আরো
তিন বছর বৃদ্ধি করা এবং খ তফছিলভূক্ত সম্পত্তি মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্রের ১
বছরের পরিবর্তে ৫ বছর বৃদ্ধি করা।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেত্রীবৃন্দরা গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপিতে বলা হয়েছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পনের ক তফছিলভূক্ত সম্পত্তির নিমিত্তে আবেদনের সময় সীমা আরো তিন বছর বৃদ্ধি করা এবং খ তফছিলভূক্ত সম্পত্তি মন্ত্রণালয়ের জারীকৃত পরিপত্রের ১ বছরের পরিবর্তে ৫ বছর বৃদ্ধি করা সহ ট্রাইব্যুনালের রায় ও সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ঢালাও ভাবে আপিল বন্ধ করার দাবী জানান এবং ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনালের রায় ও ডিগ্রী অনতিবিলম্বে বাস্তবায়ন করার জোর দাবী জানান। অর্পিত সম্পত্তির প্রত্যর্পণ আইনের ২৬ ধারা অনুযায়ী কথিতমতে প্রাপ্ত সরকারী সম্পত্তি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত বিধিমালা, ২০১৫ চূড়ান্তকরণের কার্যক্রম অনতিবিলম্বে বাতিলের আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার নাগ, সাধারণ সম্পাদক অমরেন্দ্র লাল রায়, সাংগঠানি সম্পাদক প্রদুৎ নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আচার্য্য, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র পাল, ঐক্য পরিষদের নেতা জহর লাল সাহা, প্রানেষ শর্মা, নারায়ণ সাহা, সুর্দশন সাহা, প্রবীর চৌধরী রিপন প্রমুখ।প্রেস রিলিজ