Main Menu

নির্ধারিত সময়ে, পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা-আর্বজনা ফেলতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-


শরিফপুরে ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলানোর কারনে শহরের পরিবেশ ও ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়। তাই নির্ধারিত সময়ে, নির্দিষ্ট স্থানে ময়লা আর্বজনা ফেলতে হবে। বিশেষ করে শহরের প্রত্যেক দোকানপাটের মালিকদের প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার সময় দোকানের ময়লা মার্কেটের নির্ধারিত স্থানে রাখতে হবে। তাহলে পরদিন পৌরসভার পরিছন্নতা কর্মীরা এসে ঐ ময়লা আবর্জনা অপসারণ করতে পারবে এবং নিয়মিত ভাবে নিজেস্ব পরিছন্নতা কর্মী ও পৌরসভার পরিছন্নতা কর্মীদের কার্যক্রম তদারকি করতে হবে। তিনি ব্যক্তি ও সামাজিক উদ্দ্যোগে নিজ নিজ বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনের রাস্তা-ড্রেন পরিষ্কার পরিছন্ন রাখতে আহবান জানান। মেয়র গতকাল সকালে পশ্চিম মেড্ডার শরিফপুরে ড্রেন কাজের উদ্বোধন কালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এলাকার বিশিষ্ট ব্যক্তি মলাই মিয়া,  মোঃ শাহজাহান মিয়া, মোঃ রহমান সর্দার, মোঃ জিল্লু মিয়া, মোঃ কবির আহমেদ, ফরিদ মিয়া, আতিকুর রহমান রিপন, মোঃ জামাল উদ্দিন, হাজী লোকমান মাষ্টার, মনির হোসেন, মোঃ সেলিম মিয়া, মোঃ শহিদ মিয়া, মোঃ শফিকুল ইসলাম মাষ্টার, এড.মোঃ শহিদুল্লাহ, মাওঃ মোঃ বায়জিদ, মোঃ আফরোজ মিয়া, মোঃ সাচ্চু মিয়া প্রমুখ। পরে মেয়র ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং নির্মাণ কাজ সফলভাবে শেষ করার জন্য মহান আল¬াহ তালার দরবারে মোনাজাত করেন।






Shares