Main Menu

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

+100%-

ডেস্ক ২৪:: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীতে (বার্ড) হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ‘পিপলস এগেইন্সড ভায়োলেন্স ইন ইলেকশন’ (পেইভ) শীর্ষক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ  শুরু
কুমিল্লা শহরের কোটবাড়ি রোডেরহয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে এই প্রশিক্ষণ  শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। আজ রোববার ও আগামিকাল সোমবার যথারীতি একই সময়ে এই প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন হাঙ্গারের প্রশিক্ষক মাহমুদুর রহমান ফয়েজ, মাস্টার ট্রেইনার তুহিন আফসারী ও পেইভ-এর ডিভিশনাল কো-অর্ডিনেটর মাইমুনা আক্তার রুবি।
উক্ত প্রশিক্ষণে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহআলম সরকার, আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন খোকন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ওসমান গণি সজীব, কালের কন্ঠ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দেশটিভির  জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, জাস্ট নিউজের জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, নারী নেত্রী মুক্তি খান, ইসরাত জাহান জেসিকা, ছাত্র নেতা কাজী খাইরুল আলম, ব্র্যাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক হাবিবুল্লাহ, ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ এর জাতীয় সমন্বয়কারি শামীম আহমেদ, ইয়ূথ লিডার মোস্তাক আহমেদ, মোশাররফ হোসেন।






Shares