Main Menu

দায়ীত্ব শীল কর্মকর্তা কর্মচারিকে সময়মত দপ্তরে উপস্থিত থেকে জনসেবার মান নিশ্চিত করতে হবে-জেলা প্রশাসক

+100%-

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক জনসেবা দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম।

বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মোঃ নাছের,  সিভিল সার্জন ডাঃ হাসিনা বেগম, গবেষক মুহম্মদ মুসা, প্রেস ক্লাব সভাপতিস সৈযদ মিজানুর রেজা, জিপি এডভোকেট ওয়াছেক আলী, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাইটিভি প্রতিনিধি আ,ফ,ম কাউসার এমরান. এনটিভি’র ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা  প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সরাকারী সেবা মানুষের কাছে পৌছে দিতে ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তিনি আরো বলেন, আমরা যে যেখানেই দায়ীত্ব পালন করছি তা সঠিক ভাবে করতে হবে। এজন্য নিজ নিজ দপ্তরে দায়ীত্ব শীল কর্মকর্তা কর্মচারিকে সময়মত উপস্থিত থেকে জনসেবা মান নিশ্চিত করতে হবে। তা হলেই দেশ ও জাতি উপকৃত হবে। তিনি সকলকে জনসেবায় আন্তরিক ভাবে দায়ীত্ব পালনের আহবান জানান। আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






Shares