রমজান মাসে অধিক মুনাফার জন্য মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে-জেলা প্রশাসক
প্রেস রিলিজ::আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্যের দৈনিক বাজারদর স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্যের দৈনিক বাজারদর তালিকার ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা মার্কেটিং অফিস, কৃষি বিপনন বিভাগ ও বাজার পরিচালনা কমিটির উদ্যোগে নির্মিত শহরের জগৎ বাজার ও আনন্দবাজারে বাজারদর তালিকার ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
পরে ফলক উন্মোচন শেষে জেলা প্রশাসক বাজারের বেশ কয়েকটি দোকান পরিদর্শন করে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান মাসে পণ্য-দ্রব্যের মূল্য নির্দিষ্ট ও সহনশীল করার জন্য জগৎ বাজার ও আনন্দবাজারে দৈনিক বাজারদর তালিকার ফলক উন্মোচন করা হয়েছে। মার্কেটিং অফিসার নিয়মিত এই বাজারদর তালিকা মনিটরিং করবেন। এতে করে ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের মনমালিন্য হবে না। তিনি আরো বলেন, যদি কোন ব্যবসায়ী এই বাজারদর তালিকার অনুসরন না করেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজান মাস কে কেন্দ্র করে যদি কোন ব্যবসায়ী অধিক মুনাফা আদায়ের জন্য পণ্য-দ্রব্য মজুদ করে রাখেন তাহলে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের মজুদদারী আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় জেলা প্রশাসকের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার নাজমুল হক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, উর্ধ্বতন সহ-সভাপিত আশরাফুল আলম মাহফুজ, সহ সভাপতি হাজী মোঃ বাবুল মিয়া, জগৎ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের সাবেক সহ সভাপতি হাজী মোঃ শাহজাহান মিয়া, জগৎ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ও চেম্বার পরিচালক মোঃ আল মামুন, চেম্বার পরিচালক আলহাজ্ব মোঃ শাহআলম, মোঃ মোজাম্মেল হক (আজাদ মোল্লা), আনন্দ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও চেম্বার পরিচালক মোঃ বাবুল মিয়া, চেম্বার পরিচালক শেখ আল মামুন আহমেদ, মোঃ রেজুয়ানুল হক, মোঃ কামাল মিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান ভূইয়া, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন, আনন্দবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন প্রমুখ। বাজার পরিদর্শনকালে চেম্বার সভাপতি আলহাজ্ব আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজান মাসে নিজে দায়বদ্ধ থেকে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করবেন, যাতে কোন ক্রেতা প্রতারিত না হয়। সে দিকে সজাগ দৃষ্টি রাখবেন। তাতে আল্লাহ্ সন্তুষ্টি লাভ করতে পারবেন।