Main Menu

সকল ছাত্র নেতাদের ঐক্যবদ্ধভাবে দেশগড়ার কাজে মনোনিবেশ করতে হবে-মোকতাদির চৌধুরী এমপি

+100%-

জেলা ছাত্রলীগের প্রথম পরিচিতি সভা


ডেস্ক ২৪:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির অন্যতম নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন বর্তমান জেলা ছাত্রলীগে বিভিন্ন শ্রেণীর ছাত্রনেতাদের ঠায় হয়েছে। সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তিনি বলেন কেবলমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ব্যতিত সকল পদ ও সদস্যদের মর্যাদা সমান থাকবে। ছাত্রলীগ নেতাদের কোন ভেদাভেদ থাকতে পারবে না। সকলকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে।

মোকতাদির চৌধুরী এমপি গতকাল শনিবার সকালে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নবগঠিত ও অনুমোদিত পূর্নাঙ্গ কার্যনিবার্হী সংসদের প্রথম পরিচিত সভায় প্রধান অতিথির বক্তেব্যে  উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির একটি স্বতন্ত্র ইতিহাস রয়েছে। দেশের ভাষা আন্দোলন, গনতন্ত্রের সংগ্রাম ও স্বাধীনতার সাথে রয়েছে ছাত্রলীগের বিশাল অবদান। বক্তব্যে তিনি সকল ছাত্রনেতাদের ভালোভাবে লেখাপড়ার করার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের আহবান জানান। পরিচিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন, জাতীয় পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক তানজিল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ জেলা আওয়ামীলীগের সদস্য ছাদেকুর রহমান শরীফ, এড. শাহনুর ইসলাম প্রমুখ। পরিচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রাসেল মিয়া।






Shares