ব্রহ্মনবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম যোগদান
ব্রাহ্মণবাড়িয়ায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম গত রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন পশ্চিমপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমএসসি ডিগ্রি লাভ করে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কর্মকালীন জীবনে তিনি সহকারী পুলিশ কমিশনার, কেএমপি খুলনা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর সার্কেল ব্রাহ্মণবাড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-২ ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এবং উপ-পুলিশ কমিশনার ডিএমপি, ঢাকায় কর্মরত ছিলেন। তিনি পূর্ব তিমুর এবং কঙ্গোতে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। বীরত্বপূর্ণ কর্মের সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি ২০১৪ সালে আইজি ব্যাজ এবং ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক “পিপিএম” এ ভূষিত হন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদানের পূর্বে তিনি গত ২১ আগস্ট ২০১২খ্রিঃ হতে দীর্ঘ প্রায় ০৩ বছর গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। অত্র জেলায় যোগদান করে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর প্রতি আহ্বান জানান।