Main Menu

ভারতীয় মাদকদ্রব্য সহ আসামী গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঘাগুটিয়া বিওপির বিশেষ অভিযান পরিচালনা সোমবার সকালে  শিবনগর নামক স্থান হতে  ০১ কেজি ভারতীয় জট গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল মিয়া (৩০), পিতাঃ মোঃ জাহের সরকার, গ্রামঃ খারকোট, পোষ্টঃ কর্ণেলবাজার, থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া কে হাতে নাতে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আখাউড়া থানায় সৌপর্দ করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যগন বিভিন্ন প্রকার মাদক দ্রব্য আটক করে। সিংগারবিল বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ বাহার উদ্দিন এর নেতৃত্বে নোয়াবাদি নামক স্থান হতে ১৯  বোতল ভারতীয় হুইস্কি আটক, আজমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বিজয় কান্তি এর নেতৃত্বে রাজাপুর নামক স্থান হতে ৬০ বোতল  ভারতীয় ফেন্সিডিল আটক, মইনপুর বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) আবু সাইদ এর নেতৃত্বে কাশিরামপুর নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় হুইস্কি আটক, কাজিয়াতলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়ারেছ এর নেতৃত্বে ধজনগর নামক স্থান হতে ০৮.২৫০ কেজি ভারতীয় জট গাঁজা আটক সহ বিভিন্ন প্রকার মালামাল আটক করা হয়। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাদকদ্রব্য ক্ষতিকর দিক সম্পর্কে সীমান্ত এলাকায় জনগনদের সচেতনার লক্ষ্যে প্রতিনিয়ত স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও যুবকদের নিয়ে কোম্পানী/বিওপিতে সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে তারপরও কিছু চোরাকারবারী নতুন নতুন পন্থা অবলম্বন করে সুকৌশলে ভারত হতে চোরাইপথে মাদক দ্রব্য প্রবেশ করার চেষ্টা করছে এই সকল চোরাকারবারীদের প্রতিহত করার জন্য বিজিবি তৎপর রয়েছে।  গত ২৪ ঘন্টায় বিজিবির অভিযানে আসামীসহ হুইস্কি, ফেন্সিডিল, গাঁজা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।






Shares