Main Menu

অসংক্রামক রোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

+100%-

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম বলেন, অসংক্রামক রোগ যেমন ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এটাক, ক্যান্সার আমাদের সমাজে এর আধিক্য দেখা যাচ্ছে। ডায়বেটিস এখন মহামারী আকারে দেখা দিয়েছে। এর মূল কারণ মানুষের অসচেতনতা, খাবার গ্রহণ অনুসারে পরিশ্রম না করা। তিনি আরো বলেন, অসংক্রামক রোগ থেকে বাচঁতে হলে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের কোন বিকল্প নেই এবং এর সাথে আমাদেরকে শারিরীক পরিশ্রম করতে হবে।
গতকাল রোববার বেলা ১২টায় সিভিল সার্জন অফিস হলরুমে বেসরকারী সংস্থা- পিএসএসএমআরটিডি (চঝঝগজঞউ) এর সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং সিভিল সার্জন অফিস ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে অসংক্রামক রোগ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমও (গঙ) আখাউড়া ডাঃ সায়লা পারভীন, বেসরকারী সংস্থা স্বদেশি’র নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান, এসসাড এর নির্বাহী পরিচালক মোহাম্মদ পারভেজ, সাংবাদিক শাহজাহান সাজু এবং পিএসএসএমআরটিডি (চঝঝগজঞউ) মাঠ কর্মকর্তা আবু হাসান প্রমুখ।
কর্মশালা সঞ্চালনায় ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম।
কর্মশালায় সাংবাদিক, ইমাম, শিক্ষক, এনজিও কর্মী, ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করেন।প্রেস রিলিজ






Shares