বর্তমান সরকারের আমলে সংবাদপত্র অবাধ স্বাধীনতা ভোগ করছে-আল-মামুন সরকার
প্রতিনিধি::জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, বর্তমান সরকারের আমলে সংবাদপত্র অবাধ স্বাধীনতা ভোগ করছে। সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। তিনি গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে আলোচনা সভায় আল-মামুন সরকার আরো বলেন, বর্তমান সরকারের আমলে মিডিয়া খুবই শক্তিশালী। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান। আল-মামুন সরকার বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যায়যায়দিন পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি আগামী দিনেও যায়যায়দিনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজ বির্নিমানের হাতিয়ার। এই হাতিয়ারকে সমাজের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যায়যায়দিন পাঠকের প্রিয় পত্রিকায় পরিণত হয়েছে।আমরা যায়যায়দিনের সাথে আছি। যায়যায়দিনের প্রতি আমাদের সমর্থন ও সহযোগীতা অব্যাহত থাকবে। মেয়র হেলাল উদ্দিন সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমীন শাহীন ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহবায়ক মিনহাজ নবী খান পলাশ।
সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি স.ম. সিরাজুল ইসলাম, আ.ফ.ম কাউছার এমরান, শেখ শহিদুল ইসলাম. সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, জেলা কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মতিলাল বনিক, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট নাসির মিয়া, দৈনিক করুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোঃ আশিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি দীপক চৌধুরী বাপ্পী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিত পাল বাবুু, সময় টিভির ব্যুরো চীফ উজ্জ্বল চক্রবর্তী, মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহাজাদা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি মোঃ পায়েল, জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মোঃ তফাজ্জল হোসেন, দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল-মামুন, বিজয়নগর প্রেসক্লাবের সভপতি আমিরজাদা চৌধুরী, সাংবাদিক শাহজাহান আলম সাজু, শফিকুল আলম স্বপন, দৈনিক দেশের পত্রের জেলা প্রতিনিধি শামসুল হক মিল্লাত, দৈনিক দিনকালের আখাউড়া প্রতিনিধি আব্দুল জলিল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ সোহেল, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন সওদাগর প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। আলোচনা সভায় বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, পত্রিকার এজেন্ট, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব ইউনুছ ভূইয়া রিপনসহ সমাজের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।