বজলুর রহমান স্মৃতি পদক ::সাংবাদিক রাজীব নূরকে ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধনা
ডেস্ক ২৪::‘মুক্তিযুদ্ধে সেইসব কিশোর’ শিরোনামে প্রকাশিত ধারবাহিক সেরা প্রতিবেদনের জন্য মুক্তিয্দ্ধু জাদুঘর প্রদত্ত ‘বজলুর রহমান স্মৃতি পদক’ পাওয়ায় দৈনিক সমকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি রাজীব নূরকে ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, ব্রাহ্মণবাড়িয়া শাখার পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বাচিক শিল্পী মনির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট আবু তাহের।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন মঈন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ব্রাহ্মণবাড়িয়া শাখার সদস্য সচিব আইনজীবি নাসির মিয়া, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গণি সজীব।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, সাংবাদিক ওয়ালিদ সিকদার রবিন, কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, যায়যায়দিনের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোল্লা, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, দেশটিভির জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, দিনের শেষে’র জেলা প্রতিনিধি প্রবীর চৌধুরী রিপন।
অনুষ্ঠানে রাজীব নূর তার বক্তব্যে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি এতটুকু সংবর্ধনা পাবার যোগ্য নই। সংবর্ধিত করায় আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রতি কৃতজ্ঞ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিরা রাজীব নূরকে ফুলের শুভেচ্ছা জানান ও উপহার সামগ্রী তুলে দেন। পরে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী রাজীব নূরকে উত্তরীয় পড়িয়ে দেন।