পরিবেশের ভারসাম্য রক্ষা করা দেশের প্রত্যেকটি নাগরিক দায়িত্ব ও কর্তব্য–জেলা প্রশাসক
“শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আয়োজনে স্থানীয় লোকনাথ দিঘীর পাড়স্থ (ট্যাংকে পাড়) থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এসে শেষ হয়। পরে সঙ্গীতাঙ্গনের সরোদমঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সিনিয়র কেমিষ্ট সুকুমার সাহা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমুল্লাহ্, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, শাপলা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস. এম শাহীন প্রমুখ। সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী ম্যাজিষ্টেট ও এনডিসি আরিফুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমাদের বনায়নের প্রতি আরো এগিয়ে আসতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রাখতে হলে জ্বালানি ব্যবহার কমাতে হবে, তাহলে পরিবেশের অনেক উপকার হবে। পরিবেশের অপকার সম্বন্ধে আমাদের বেশি করে প্রচার করতে হবে তার মাধ্যমে মানুষ সচেতন হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা দেশের প্রত্যেকটি নাগরিক দায়িত্ব ও কর্তব্য। তাই আসুন আমরা সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় একযোগে কাজ করি। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।প্রেস রিলিজ