Main Menu

শিক্ষা সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পড়াশুনায় তার প্রতিফলন ঘটাতে হবে-ডাঃ মোঃ আবু সাঈদ

+100%-

শিক্ষা সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পড়াশুনায় তার প্রতিফলন ঘটাতে হবে


চিকিৎসা জগতের অনন্য ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজসেবক ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরায় অবস্থিত ইউনাইটেড কেয়ার ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি’র চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ বলেছেন, শিক্ষা সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পড়াশুনায় তার প্রতিফলন ঘটাতে হবে। শিক্ষা সফর মূলত শিক্ষা কারিকুলামের একটি অংশ। মানুষের মনকে সতেজ করতে, মনের পরিধি বাড়াতে সকল শিক্ষার্থীদের শিক্ষা সফরের গুরুত্ব রয়েছে। তিনি গতকাল শুক্রবার সকাল ১১টায় শহরতলীর ঘাটুরায় অবস্থিত ইউনাইটেড কেয়ার ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি’র নিজস্ব হলরুমে ইনষ্টিটিউটের শিক্ষাসফর পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনাইটেড কেয়ার ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম মাসুদের সভাপতিত্বে ও বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিষ্ট এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম নূরনবী’র উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইখতিয়ার উদ্দিন আল আমিন ও মোঃ লিমন ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিএমটিএ এর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুর রশিদ, প্রকৌশলী মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন ইউনাইটেড কেয়ার ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজি’র শিক্ষক শ্রীদুল কান্তি পাল, কালীপ্রসাদ সরকার, রাজেশ দাস, সানিয়াদ আহমেদ সাকিন, লোকমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ডাঃ মোঃ আবু সাঈদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, গত ২৪ মে এই প্রতিষ্ঠানের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।






Shares