Main Menu

বর্তমান সরকারের আমলে দেশের যোগাযোগ ব্যবস্থার প্রভুত উন্নয়ন সাধিত হয়েছে-উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। সরকারি এসব পদক্ষেপের ফলে দেশের যোগাযোগ ব্যবস্থা পূর্বের চেয়ে এখন আরো আধুনিক, দ্রুততর ও সহজ লভ্য হয়েছে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া শহরে যানযট একটি অন্যতম নাগরিক সমস্যা। এ সমস্যা সমাধানে বিহৎ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রেলগেট এলাকায় ফ্লাই ওভার, তিতাস নদীর বেড়িবাধের উপর রাস্তা এবং কাজিপাড়া-মৌলিভাপাড়া সড়কে ফ্লাট ব্রীজ নির্মান ও রাস্তা প্রশস্ত করণ, কান্দিপাড়া-জগতবাজার সড়কে ফ্লাট ব্রীজ নির্মান করা হবে। উবায়দুল মোকতাদির চৌধুরী গতকাল শনিবার সকালে কাজিপাড়া-মৌলভীপাড়া সংযোগ সড়কে শেখ শাহনেওয়াজ ব্রীজ নির্মান শেষে শুভ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন।  বক্তব্যে তিনি আরো বলেন এই ব্রীজটি নির্মান ফলে যান চলাচলের উপযুক্ত হয়ে এটি শহরের প্রধান সড়ক টিএ রোডের বিকল্প সড়ক হিসেবে আরো একটি সড়ক তৈরী হবে। এতে শহরের যানযট অনেকাংশে কমে যাবে। এসময় তিনি ব্রীজের উভয় পাশের রাস্তা অচিরেই প্রসস্থ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার,  বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, পৌর কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, মোঃ আবুল বাশার, মোঃ আহসান উল¬াহ হাসান, মোঃ আলী আহসান কাউছার, মোঃ শাহআলম, মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, রাহেলা ইসলাম, শামীমা বেগম, নিলুফা ইয়াছমিন প্রমুখ সহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ব্রীজটি নির্মানে মোকতাদির চৌধুরী এমপির সার্বিক সহযোগিতায় ইউজিপ-টু (এডিবি-জিওবি) প্রকল্পের অর্থায়ানে ব্রীজটি নির্মান কাজ বাস্তবায়ন করে ব্র্রাহ্মণবাড়িয়া পৌরসভা।প্রেস রিলিজ






Shares